গাজীপুর: দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্যই পুলিশের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। নাশকতাকারীদের যেখানে যাকে পাবেন হাতেনাতে ধরতে পারলে যা যা করা দরকার তা করবেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভায় পুলিশের ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) এ এসএম মাহফুজুল হক নুরুজ্জামান একথা বলেন।
বিরোধী জোটের প্রতি ইঙ্গিত করে পুলিশের ওই কর্মকর্তা বলেন, তারা দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছে, দেশকে ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু এ দেশের মানুষকে বাঁচাতে হবে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য আমাদের অস্ত্র দেওয়া হয়েছে। এখানে যা যা করা দরকার সব কিছু আপনারা করবেন।
ডিআইজি নুরুজ্জামান বলেন, ‘শুধু গাজীপুরে নয়, দেশের কোথাও যেন এ শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া না যায়।
গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবকে এমপি কাজী মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগ নেতা কাজী আলিমুদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আফজাল হোসেন সরকার রিপন, গাজীপুর মহানগর
ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫