ফেনী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে ট্রাকে পেট্রোলবোমা হামলা চালিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। এসময় আতংকে ট্রাক থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন চার শ্রমিক।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় বালুবোঝাই ট্রাকে এ হামলা চালানো হয়।
পুলিশ জানায়, পেট্রোলবোমা ছুড়লে ট্রাকে থাকা চার শ্রমিক আতংকে লাফিয়ে পড়েন। তখন পিছন থেকে আসা অপর ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন শ্রমিকরা।
আহরা হলেন- সাদ্দাম (২৬), আরিফ (১৮), রফিক (২২) ও মো: মিয়া (২৫)।
হাতপাতালের কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ ইউসুফ বাংলানিউজকে জানান, আহতদের রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫