ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জুবায়ের হত্যা মামলার রায়কে স্বাগত জানিয়ে মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
জুবায়ের হত্যা মামলার রায়কে স্বাগত জানিয়ে মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাবি শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলার রায়কে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়।



রোববার জুবায়ের হত্যা মামলার রায় ঘোষণার পর ক্যাম্পাসে ওই স্বাগত মিছিলটি বের হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর, ছাত্রনেতা সুদ্বীপ, রেহেল, ফেরদৌস শাহসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

তন্ময় ধর বলেন, রায়কে স্বাগত জানিয়ে আমরা ক্যাম্পাসে মিছিল করেছি। পাশাপাশি দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলার রায়ে পাঁচ জনকে ফাঁসি ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই জনকে বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা করেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ নামের সংগঠনটির ব্যানারে দীর্ঘদিন ধরে জুবায়ের হত্যার বিচার দাবি করে আসছিলো শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।