সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় বাসের চাপায় জান মোহাম্মদ নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।
জান মোহাম্মদ জেলার কামারখন্দ উপজেলার বরদুল গ্রামের সুরুত তালুকদারের ছেলে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কড্ডা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা নলকা উপজেলায় যাচ্ছিলো। পথে ঝাঐল ওভারব্রিজের পূর্ব পাশে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জান মোহাম্মদ মারা যান। এসময় আহত হন আরো তিন যাত্রী।
আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫