দিনাজপুর: মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে দিনাজপুর জেলার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৪১টি আনসার ক্যাম্প স্থাপন করা হয়েছে।
দনাজপুর-ঘোড়াঘাট, দিনাজপুর-সৈয়দপুর, দিনাজপুর-ঠাকুরগাঁও পর্যন্ত মহাসড়কগুলোতে অস্থায়ী ক্যাম্প বসিয়ে ৪৯২ জন আনসার সদস্য তিন ভাগে বিভক্ত হয়ে ২৪ ঘণ্টা মহাসড়কে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের সদর উপজেলার পাঁচবাড়ী মহাষষ্টি এলাকায় দায়িত্বরত আনসার কমান্ডার জাহেদুল ইসলাম বাংলানিউজকে জানান, তারা মোট ১২ জন আনসার সদস্য রয়েছেন। চারজন করে তিন ভাগে বিভক্ত হয়ে দিন-রাত মহাসড়কে যানবাহন চলাচলে নিরাপত্তা দিচ্ছে।
আনসার-ভিডিপির দিনাজপুর সদর সার্কেল অ্যাডজুডেন্ট তৌহিদুজ্জামান বাংলানিউজকে জানান, আনসার সদস্যরা ২৪ ঘণ্টা দেশ ও জনগণের জানমালের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। জেলার বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প করে তিন ভাগে বিভক্ত করে দায়িত্ব পালন করছে।
দিনাজপুর পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বাংলানিউজকে জানান, আনসার-ভিডিপি সদস্যরা পুলিশের পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালনে সহযোগিতা করছে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫