ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লংগদুতে ২৬ কর্মকর্তা পেলেন ট্যাবলেট পিসি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
লংগদুতে ২৬ কর্মকর্তা পেলেন ট্যাবলেট পিসি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির লংগদুতে সরকারি ২৬ কর্মকর্তা পেয়েছেন ট্যাবলেট পিসি।

কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে সরকার ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্প কর্তৃক এ ট্যাবলেট পিসিগুলো বিতরণ করে।


 
এ উপলক্ষে রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে ট্যাবলেট পিসি বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদ-উর-রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন এ পিসিগুলো তুলে দেন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইব্রাহীম, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।