নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে পিংকি (২০) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে কেতকীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে কেতকীবাড়িতে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই পিংকিং মারা যান।
ডোমার রেলস্টেশন মাস্টার আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, মৃতদেহটি উদ্ধার করার জন্য জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে।
সৈয়দপুর জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক সিদ্ধার্থ রায় বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫