ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ডোমারে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে পিংকি (২০) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে কেতকীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পিংকিং সৈয়দপুর উপজেলার বানিয়াপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে কেতকীবাড়িতে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই পিংকিং মারা যান।

ডোমার রেলস্টেশন মাস্টার আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, মৃতদেহটি উদ্ধার করার জন্য জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে।

সৈয়দপুর জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক সিদ্ধার্থ রায় বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।