ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ সম্পদের অভিযোগ

সাবেক প্রতিমন্ত্রী মাহবুবের স্ত্রী প্রীতির বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
সাবেক প্রতিমন্ত্রী মাহবুবের স্ত্রী প্রীতির বিরুদ্ধে মামলা প্রীতি হায়দার

ঢাকা: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারের বিরুদ্ধে এক কোটি ৬০ লাখ টাকা অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
 
রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে কমিশনের নিয়মিত সভায় মামলার অনুমোদনের পর বিকেলে রমনা মডেল থানায় দুদকের উপ পরিচালক ফরিদ আহমেদ পাটওয়ারী এ মামলা (মামলা নং ১৩) দায়ের করেন।

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়ে বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



এর আগে গত বছরের ২১ আগস্ট মাহবুবুর রহমানের বিরুদ্ধে প্রায় সাড়ে চার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ এনে মামলা দায়ের করে দুদক।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

** সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত
** ফুলে-ফেঁপে বেড়েছে স্ত্রীদের সম্পদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।