রংপুর: গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা মেরে নিরপরাধ বাস যাত্রী হত্যাকারীদের ধরতে রোববার সকাল থেকে গাইবান্ধা জেলায় অভিযান শুরু হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ধরা সম্ভব হবে।
রোববার(৮ ফেব্রুয়ারি’ ২০১৫) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে এসে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া সাংবাদিকদের এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার তাণ্ডব, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, বাস পুড়িয়ে দেয়া, পুলিশ হত্যা যে কোন মূল্যে বন্ধ করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, ২০০১ সালে খালেদা জিয়া যেভাবে ক্লিনহার্ট অপারেশনের নামে মানুষ হত্যা করেছিলেন প্রধানমন্ত্রী চান না সেভাবে অভিযান চালাতে। আমরা জনগণের সহায়তায় এসব নাশকতা অবশ্যই প্রতিরোধ করতে সক্ষম হবো।
এর আগে ডেপুটি স্পিকার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রোগীদের খোঁজ খবর নেন এবং তাদের সান্তনা দেন।
এসময় তিনি বলেন, সরকার তাদের চিকিৎসার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে। অগ্নিদগ্ধ রোগীরা সকল ধরনের সহযোগিতা সরকারের কাজ থেকে পাবেন।
তার সঙ্গে ছিলেন গাইবান্ধা সদর আসনের এমপি মাহবুব আরা গিনী, রংপুরে জেলা প্রশাসক ফরিদ আহাম্মেদ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কাদের, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেনসহ অন্যান্য চিকিৎসক এবং বিএমএ জেলা নেতারা।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রয়ারি ৮, ২০১৫