ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

একুশে পদক পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
একুশে পদক পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি

ঢাকা: বিভিন্ন ক্ষেত্রে গরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ ‍জন বিশিষ্ট নাগরিককে ২০১৫ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পদকপ্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করা হয়।


 
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গবেষণা, সাংবাদিকতা, গণমাধ্যম শাখায় একজন করে, ভাষা ও সাহিত্যে দু’জন, শিল্পকলায় তিনজন, শিক্ষায় দুই জন এবং সমাজসেবায় অবদানের জন্য তিনজন বিশিষ্ট নাগরিক রয়েছেন বলে জানান সংষ্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন।
 
পদকপ্রাপ্তদের মধ্যে ভাষা আন্দোলনে প্রয়াত পিয়ারু সর্দার (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্যে অধ্যাপক দ্বিজেন শর্মা ও মুহম্মদ নুরুল হুদার নাম রয়েছে।
 
শিল্পকলায় পদক পেয়েছেন প্রয়াত আব্দুর রহমান বয়াতি (মরণোত্তর), এস এ আবুল হায়াত‍‍ এবং এ টি এম শামসুজ্জামান।
 
শিক্ষায় অধ্যাপক ডা. এম এ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া।
 
সাংবাদিকতায় কামাল লোহানী এবং গণমাধ্যম শাখায় পদক পেয়েছেন ফরিদুর রেজা সাগর।
 
সমাজসেবায় ঝর্না ধারা চৌধুরী, শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর নাম রয়েছে।
 
আগামী ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন।
 
সম্মাননাস্বরূপ প্রত্যেককে নগদ এক লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।
 
বাংলাদেশের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক দিয়ে থাকে।   ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।