ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আ’লীগের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
গাজীপুরে আ’লীগের মানববন্ধন

গাজীপুর: হরতাল অবরোধের প্রতিবাদে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে মানববন্ধন করেছে মহানগর আওয়ামী লীগ।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত গাজীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন হয়।



মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ, আরেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর আলম, গনতন্ত্রী পার্টির সভাপতি মনোজকুমার গোস্বামী, জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান লিটন ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের ৩১ নং ওয়ার্ডর  সভাপতি মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।