ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণে আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণে আহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়কে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এতে শাহ আলম (২৮) নামে রিকশার এক আরোহী গুরুতর আহত হয়েছেন।



রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে ওই সড়কে (টি এ রোড) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সদর থানা পুলিশ জানায়, অজ্ঞাত স্থান থেকে কে বা কারা আকস্মিক ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় বিস্ফোরিত ককটেলের আঘাতে চলন্ত রিকশার আরোহী শাহ আলমের মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন আহত শাহ আলমকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আমানউল্লাহ আমান বাংলানিউজকে জানান, আহত শাহ আলমের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।