ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিশুপার্কের সামনে চলন্ত বাস লক্ষ্য করে ককটেল,এক যাত্রী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
শিশুপার্কের সামনে চলন্ত বাস লক্ষ্য করে ককটেল,এক যাত্রী আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো )

ঢাকা: রাজধানীর শাহবাগের শিশুপার্ক সংলগ্ন রাস্তায় চলন্ত বাসে ককটেল নিক্ষেপে আহত হয়েছেন এক বাস যাত্রী।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে গুলিস্তানগামী বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে এ ককটেল নিক্ষেপ করা হয়।



আহত যাত্রী গাজী রকিবুল ইসলাম (৩২) রাজধানীর জুরাইনের ইসলামাবাদ রোডে বসবাস করেন এবং কারওয়ান বাজারের সেভেন ওয়ান গ্রুপে চাকরি করেন।

ককটেল বিস্ফোরণে মাথায় ও কাঁধে স্প্লিন্টারের আঘাত পান তিনি। পরে সহযাত্রীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।