ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিদায় সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
রাঙামাটিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিদায় সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লামং মারমার বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি জজ কোর্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দুলাল কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আদালতের জজ শামস উল আরেফিন।

এতে বক্তব্য রাখেন- পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোক্তার আহমেদ, অ্যাডভোকেট প্রভাষ রায় ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হলা থোয়াই মারমা।

লামং মারমা রাঙামাটিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে যে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন তা রাঙামাটিতে অন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত ব্যক্ত করেন বক্তারা।

বিদায় অনুষ্ঠানে সিনিয়র ম্যাজিস্ট্রেট ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।