ঢাকা: অবরোধ-হরতাল বন্ধের দাবিতে রাজধানীর চকবাজারে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেছেন, হরতাল-অবরোধে তাদে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চকবাজার মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে ’বাংলাদেশ মনিহারি বণিক মালিক সমিতি’ এবং ’বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল প্রস্তুতকারক মালিক ও বণিক সমিতি’।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ মনিহারি বণিক মালিক সমিতি’র সভাপতি বলেন, আমরা এফবিসিসিআই’র সঙ্গে একাত্ম আছি। হরতাল-অবরোধ দিয়ে যারা মানুষ হত্যা করছে, দেশের ব্যবসায়ীদের কাজে বিঘ্ন ঘটাচ্ছে, তাদের শাস্তি দাবি করছি।
তিনি বলেন, চলমান হরতাল-অবরোধে আমাদের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। ক্রমান্বয়ে ব্যবসায় ধস নামছে। তাই আমরা রাজনীতির নামে এমন কর্মসূচি চাই না। চাই শান্তি পূর্ণ রাজেনৈতিকক পরিস্থিতি। যেখানে ব্যবসায়িক কাজে কোনো প্রভাব পড়বে না।
বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল প্রস্তুতকারক মালিক ও বণিক সমিতির সভাপতি হাজী দ্বীন মোহাম্মদ বলেন, পেট্র্রোল বোমাবাজদের আমারা ধিক্কার জানাই। যেই রাজনৈতিক দল আমাদের শান্তি চায় না আমরা সেই রাজনৈতিক দল চাই না। আমরা রাজনীতির পেট্রোল বোমা নয়, সমাধান চাই। হরতাল অবরোধে প্রতিদিন বেগম বাজার, মৌলভী বাজার ও চকবাজারে অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয় আমাদের।
তিনি বলেন, দুই দলের রেষারেষিতে আমরা ব্যবসায়ীরা পিষ্ট হয়ে যাচ্ছি। ক্রমেই আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। যত দিন পর্যন্ত আমাদের এই সমস্যা চলবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো এফবিসিসিআইয়ের সঙ্গে।
প্রতীকী অবন্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিহারি বণিক মালিক সমিতি’র সেক্রেটারি হাজী নাসির, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল প্রস্তুতকারক মালিক ও বণিক সমিতি’র সেক্রেটারি আব্দুর রহিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫