ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আমি বাঁচতে চাই, আমাকে বোমা মেরো না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
আমি বাঁচতে চাই, আমাকে বোমা মেরো না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: দেশব্যাপী সহিংসতা-নাশকতা। পেট্রোল বোমায় পুড়িয়ে হত্যা।

দগ্ধ হয়ে মৃত্যু যন্ত্রণায় আত্মচিৎকার। স্বজনদের মাতম-আহাজারি। কেউই শান্তিতে-স্বস্তিতে নেই। অবুঝ শিশুরাও নিরাপদ নয়; তাদেরও প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। এ কেমন বেঁচে থাকা, এ কেমন রাজনীতি!

দেশের এমন ভয়াবহ পরিস্থিতি এড়িয়ে বেঁচে থাকতে চায় ৪ বছর বয়সি শিশু নাফি। তাইতো বড়দের সঙ্গে প্রতিবাদ জানাতে রাস্তায় আসতে হয়েছে এ শিশুকে। সে অকালে সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চায় না। নিরাপত্তা চায়, তাইতো বুকে ফেস্টুন ঝুলিয়ে রাস্তায় দাঁড়িয়ে তার আকুতি ‘আমি বাঁচতে চাই, আমাকে বোমা মেরো না।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা হাজিরহাটে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে শিশু নাফি এমন প্রতিবাদ জানায়।

সে উপজলোর চরজগবন্ধু এলাকার বাসিন্দা প্রবাসী আমির হোসেনের মেয়ে ও মুক্তিযোদ্ধা মাস্টার আবুল কালামের নাতনি।

রাস্তায় এসে শিশুর এমন প্রতিবাদে অনেকেই হতবাক হলেও, সচেতনমহলের প্রত্যাশা হরতাল-অবরোধের নামে দেশে সহিংসতা-নাশকতা বন্ধ হোক। শান্তি-স্বস্তি ফিরে আসুক। নিরাপদ থাকুক শিশুসহ দেশের সব মানুষ।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর- (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের বিশেষ প্রতিনিধি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. শহিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা মাস্টার মফিজ উল্যাহ, তোরাবগঞ্জ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, আওয়ামী লীগ নেতা ডা. হোসেন আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, মো. শাহাজান, মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ উল্যাহ, হাসেম পলোয়ান, উপজেলা যুব লীগের সভাপতি ফজলুল হক সবুজ, সিনিয়র সহ-সভাপতি আবুল বাছেত, যুগ্ম সাধারণ সম্পাদ মেজবাহ উদ্দিন বাপ্পি ও প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।