ঢাকা: রাজধানীর শাহবাগ থানার ফটকে পরপর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে ককটেল নিক্ষেপ করেই দ্রুত তারা পালিয়ে যাওয়ায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে থানা ফটকের ফুলের দোকানের সামনে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর ককটেল দু’টির বিস্ফোরণ ঘটালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
কর্তব্যরত কর্মকর্তা উপ-পুলিশ (এসআই) পরিদর্শক আবদুল আজিজ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, কে বা কারা থানা ফটকের কাছে ফুলের দোকানের সামনে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই দুবৃর্ত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে, থানা গেটে যে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা আছে তা দেখে ব্যবস্থা নেওয়া হবে।
থানার ফটকের সামনের একটি ফুল দোকানের বিক্রেতা জীবন বলেন, বলের মত দু’টি জিনিস আসতে দেখলাম। কোন দিক থেকে আসলো তা বোঝা গেল না।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫/আপডেট ২১১০ ঘণ্টা
** কেরাণীগঞ্জে ককটেল বিস্ফোরণে পান বিক্রেতা আহত