ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থের যাতে অপচয় না হয়, সেজন্য দেশের সবার প্রতি বিশেষ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সরকার উন্নয়ন কর্মকাণ্ডে আর্থিক স্বচ্ছতা রক্ষায়ও প্রতিশ্রুতিবদ্ধ।
রাষ্ট্রপতি রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস-(আইক্যাব) এর ২০তম সমাবর্তনে ভাষণ দানকালে এ আহবান জানান।
এ কনভেনশনে ৩৩৬ জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। আবদুল হামিদ বলেন, এ পেশার আসল মূলধন হল- সততা। মানুষের এ পেশার প্রতি আস্থা রয়েছে।
রাষ্ট্রপতি আস্থা প্রকাশ করে বলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা তাদের সততা সমুন্নত রাখবেন এবং জনগণও তাদের প্রতি আস্থা রাখবেন।
রাষ্ট্রপতি বলেন, আর্থিক প্রশাসন ও অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে জবাবদিহিতা বজায় রাখা অপরিহার্য।
তিনি বলেন, চার্টাড অ্যাকাউন্টেন্টরা স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং শৃঙ্খলা বজায় রেখে সরকারি অর্থের অপচয় রোধে বিশেষ ভূমিকা পালন করবেন।
আবদুল হামিদ বলেন, দেশের সার্বিক অর্থনেতিক উন্নয়নের জন্য গতিশীল ও জোরালো অর্থনীতি প্রয়োজন। কারণ, একটি দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়, কর্মসংস্থানের সৃষ্টি হয়, সঞ্চয় বৃদ্ধি পায় এবং একই সময়ে জনগণের সার্বিক অর্থনৈতিক জীবন জোরদার হয়।
রাষ্ট্রপতি বলেন, নৈতিকতা অনুসরণ করে আপনারা সমাজ ও জনগণের আস্থা এবং আপনাদের সততা সমুন্নত রাখবেন।
তিনি বলেন, দেশের অর্থনীতির আকার বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং সরকারি খাতের পাশাপাশি দেশে কর্পোরেট ও বেসরকারি খাত বিকশিত হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিপুল অর্থনীতির জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গুণগত মান বজায় রাখার মাধ্যমে সময়ের চাহিদা পূরণে চার্টাড অ্যাকাউন্টেন্টরা সংখ্যা বৃদ্ধি করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহবান জানান।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইক্যাব সভাপতি মসিহ মালিক চৌধুরী, সহ সভাপতি নেসারউদ্দিন, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান প্রমুখ সমাবর্তনে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫