ঢাকা: সশস্ত্র বাহিনীকে নিয়ে অনুমান নির্ভর তথ্য পরিবেশন না প্রকাশের পরামর্শ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ পরামর্শ দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং কোন কোন গণমাধ্যমে সশস্ত্র বাহিনীকে নিয়ে অনুমান নির্ভর/মনগড়া তথ্য/মন্তব্য পরিবেশিত হচ্ছে। এ ধরনের অনুমান নির্ভর/মনগড়া তথ্য/মন্তব্য পরিবেশন অনাকাঙ্খিত, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী একটি দেশপ্রেমিক সংগঠন, যা সম্পূর্ণরূপে সংবিধান ও দেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল। এমতাবস্থায় সশস্ত্র বাহিনী সংক্রান্ত যে কোনো মন্তব্য/তথ্য পরিবেশনের পূর্বে যথেষ্ট সতর্কর্তা অবলম্বনের অনুরোধ করা হলো।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫