কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়ার জাদিমোরা থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি)সদস্যরা।
রোববার রাত ৮টার দিকে দমদমিয়া চেকপোস্টের বিজিবি সদস্যরা এসব উদ্ধার করে।
টেকনাফ বিজিবি-৪২ এর অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বাংলানিউজকে জানান, লম্বা আলখোল্লা পরিহিত এক ব্যক্তিকে দেখতে পেলে বিজিবি জওয়ানদের সন্দেহ হয়। এ সময় তাকে দাঁড়াতে বললে লোকটি তার মাথায় থাকা এক ধরনের টুপি ফেলে পালিয়ে যায়। পরে টুপির মধ্য থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ধ্বংস করা হবে।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫