হিলি(দিনাজপুর): অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি দুই নির্মাণ শ্রমিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ)।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক শেষে তাদের ফেরত দেওয়া হয়।
বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান এবং বিএসএফের পক্ষে হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর প্রবেশ শিং উপস্থিত ছিলেন।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নাজির উদ্দিনের ছেলে মোজাফফোর হোসেন(৩০) ও জসমত আলীর ছেলে বাদশা মিয়া (২৭)।
মোজাফফোর ও বাদশা মিয়া জানান, এক মাস আগে হিলি সীমান্তের হাড়িপুকুর দিয়ে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে সেখান থেকে কলকাতায় গিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করেন। কাজ শেষে শুক্রবার দেশে আসার জন্য হিলির ভারত অংশে এলে বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সীমান্তে বৈঠক শেষে বিএসএফ ওই দুই বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দেয়। পরে কাগজপত্রের প্রক্রিয়া শেষে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫