ঢাকা: রাজধানীর শাহবাগ থানার ফটকে পরপর দু’টি ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার পর ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থেকে তাৎক্ষণিকভাবে এ মিছিল বের করা হয়।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে মিছিলে অংশ নেন ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক লাকি আক্তার, উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫