ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের কাছে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে মো. সোহেল (২২) নামে এক যুবক আহত হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জগন্নাথ হলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি (তদন্ত) সাইদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শহীদ মিনার থেকে জগন্নাথ হলের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫
** শাহবাগ থানার ফটকে ২ ককটেল বিস্ফোরণ
** কেরাণীগঞ্জে ককটেল বিস্ফোরণে পান বিক্রেতা আহত