ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসী সাংবাদিক মতিনের মেয়ের মৃত্যু

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
প্রবাসী সাংবাদিক মতিনের মেয়ের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আবদুল মতিনের মেয়ে মারিয়া মতিনের (৫) মৃত্যু হয়েছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে সিডনি চিলড্রেন হাসপাতালে মারিয়া মারা যায়।



তার নামাজে জানাজা সোমবার (০৯ ফেব্রুয়ারি) বাদ জোহর বেলা ১টা ১০ মিনিটে সিডনির ৭১-৭৫  ওয়ানজি রোডের লাকেম্বা বড় মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর রকউড গোরস্থানে দাফন করা হবে।

আবদুল মতিন নামাজে জানাজায় সিডনি প্রবাসীদের উপস্থিত হয়ে মারিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার অনুরোধ জানিয়েছেন।

মারিয়ার অকাল মৃত্যুতে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক কাশেম রানাসহ কর্মকর্তা, সদস্যরা এবং টঙ্গী প্রেসক্লাবের সভাপতি শাজাহান সিরাজ সাজু ও সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।