ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে অস্ত্রসহ জেএমবি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
জয়পুরহাটে অস্ত্রসহ জেএমবি সদস্য আটক ছবি: প্রতীকী

জয়পুরহাট: জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকা থেকে গান পাউডার ও দেশিয় অস্ত্রসহ রেজানুল বারী (৩০) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার রাত ৯টার দিকে শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে তাকে আটক করা হয়।


রেজানুল বারী জয়পুরহাট শহরের সবুজ নগর মহল্লার মোজাম্মেল আকন্দের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শান্তিনগর বিদ্যালয় এলাকায় অপরিচিত এক ছেলেকে সন্দেহ জনক ঘোরাফেরা করতে দেখে চ্যালেঞ্জ করে স্থানীয়রা। এ সময় স্থানীয়রা তাকে আটকানোর চেষ্টা করলে পকেট থেকে সে ধারালো চাকু বের করে আঘাত করার চেষ্টা করে। পরে স্থানীয়রা র‌্যাব ক্যাম্পে খবর দেয়।

র‌্যাবের ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর রহিম বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮ গ্রাম গান পাউডার, একটি ধারালো চাকু, বিভিন্ন কোম্পানীর ২টি মোবাইল সিম ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মেজর আব্দুর রহিম আরো জানান, রেজানুল বারী জেএমবির একজন সক্রিয় সদস্য।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।