মুন্সীগঞ্জ: পদ্মা নদী ঘেঁষা মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের কালীরচর গ্রামে দু’পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ফয়েজ মিজি (৩৫) ও মোহন বেপারী (৪৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে ফয়েজ মিজি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এবং মোহন বেপারীকে গুরুতর আহতাবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
দু’জনের মরদেহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গ্রামবাসী জানায়, স্থানীয় মিস্টার মিজি ও শফি মিজি পক্ষের সঙ্গে পূর্ব বিরোধ ও আধিপত্য নিয়ে রাত ৯টার দিকে সংঘর্ষ বাঁধে। এতে দু’পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় ফয়েজ মিজিসহ ৩ থেকে ৪ জন গুলিবিদ্ধ হয়। এতে ফয়েজ মিজি ঘটনাস্থলে ও মোহন বেপারী হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল খায়ের ফকির বাংলানিউজকে জানান, সংঘর্ষে ফয়েজ মিজিসহ ২ ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, ফেব্রয়ারি ০৮, ২০১৫