ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র সচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
পররাষ্ট্র সচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাত পিয়েরে মায়াদুন ও শহিদুল হক

ঢাকা: পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে সাক্ষাত করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।


 
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক উপ কমিটির বাংলাদেশ সফরসহ নানা বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
 
বুধবার (১১ ফেব্রয়ারি) ইউ রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন। এ বিষয়টি পররাষ্ট্র সচিবকে অবহিত করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন হিসেবে ঢাকায় আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই তারা  প্রথম সাক্ষাত।

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে ১৭ ফেব্রুয়ারি ঢাকা আসছেন ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল। চারদিনের সফরে আসা এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপকমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ডান প্রেডা। সদস্য হিসেবে দলের সঙ্গে আসবেন ইউজেফ ভেইডেনহোলসার ও ক্যারল কারস্কি।

কমিটিতে ইউরোপীয় পার্লামেন্টের দু’জন কর্মকর্তা ও একজন উপদেষ্টাও থাকবেন।

ইইউ প্রতিনিধি দল সংসদের স্পিকার, পররাষ্ট্র ও আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতও করবেন। এছাড়া সফরে তারা নাগরিক সমাজ ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। অন্যান্য বিষয়ের মধ্যে প্রস্তাবিত সম্প্রচার নীতি নিয়েও থাকবে তাদের আলোচনায়।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।