গাইবান্ধা: গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন জামায়াতের সভাপতি ২ শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন, উপজেলার তালুককানুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করীম (৪৫), শিবির কর্মী রফিকুল ইসলাম অপু (৩০) ও শাহারুল ইসলাম (৩৫)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫