ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিবিরকর্মী রতনের সন্ধান দাবি পরিবারের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
শিবিরকর্মী রতনের সন্ধান দাবি পরিবারের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজশাহীর শিবির কর্মী রফিকুল ইসলাম রতনকে নিখোঁজ দাবি করে তার সন্ধানের দাবি করেছেন তার মা রোকেয়া বেগম ও ভাই রেজাউল আলম।

রোববার (০৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানান।



তারা জানান, ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের ৪০ থেকে ৪৫ জন সদস্য হেতেম খাঁ এলাকায় অবস্থিত হাসিনালয় ছাত্রাবাসে অভিযান চালিয়ে রতনকে আটক করে নিয়ে যায়। অভিযানে অংশ নেওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপারে বিস্তারিত খবর নেওয়ার পরও তারা রতনকে আটকের কথা অস্বীকার করে।

তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে রতনের নিরাপত্তা দাবি করে বিজ্ঞপ্তিতে বলেন, আমরা আমাদের সন্তানের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের আকুল আবেদন, তাকে যেন আদালতের নির্দেশনা মোতাবেক ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থাপন করা হয়। তাকে নিয়ে যেন ‘বন্দুকযুদ্ধ’,  ‘ক্রসফায়ার’, ‘গাড়ি চাপায় নিহত’ অথবা ‘অস্ত্র উদ্ধার অভিযানে নিহত’ নাম দিয়ে অথবা গোলাগুলির নাটক সাজিয়ে বিচার বহির্ভূত হত্যার শিকার করা না হয়।

রতন সত্যিই কোনো নাশকতার সঙ্গে জড়িত থাকলে তাকে আদালতে বিচারের সম্মুখীন করার দাবি জানিয়ে তারা বলেন, শুধু ছাত্রশিবিরের সাধারণকর্মী হবার অপরাধে যেন তাকে সরকারের অত্যাচারের মুখে পড়তে না হয়। আমরা জাতীয় মানবাধিকার সংগঠনসহ দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে রতনের আইনের আশ্রয় পাবার অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

সরকার রতনকে নিয়ে কোনো নাটক সাজানোর চেষ্টা করলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে তারা অভিযোগ পেশ করতে বাধ্য হবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।