ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদে পথচলার কৌশল শিখল শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
নিরাপদে পথচলার কৌশল শিখল শিক্ষার্থীরা

ঢাকা (সাভার): সাভার কলমা ওয়াজ আলী মডেল স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীদের রাস্তায় নিরাপদে চলাচলের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়িয়ে সড়ক বা মহাসড়কে চলাচল করা, রাস্তা পার হওয়াসহ একাধিক বিষয় ছিল এ প্রশিক্ষণের আওতায়।



‘ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ’ কর্মসূচির নিরাপদ সড়ক আচরণবিধি প্রবর্তন প্রকল্পের উদ্যোগে রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সময় স্কুল মাঠে চুন দিয়ে তৈরি করা প্রতীকী রাস্তায় বিভিন্ন সংকেত, বাঁক তৈরি, জেব্রা ক্রসিং, রাস্তার মধ্যবর্তী ডিভাইডারসহ বিভিন্ন বিষয় চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। স্কুলের শিক্ষার্থীরা তাদের অঙ্কিত রাস্তায় চলাচলের কলাকৌশল প্রদর্শন করেন। এ সময় শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা সেখানে উপস্থিত ছিলেন।

পরে ‘নিরাপদ সড়ক আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার’ স্লোগান নিয়ে স্কুলের ১১০ জন শিক্ষার্থী সড়ক নিরাপত্তা বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সুরজ মিয়া, সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম,  ব্র্যাকের সোশ্যাল কমিউনিকেটর শহিদুল ইসলাম, রায়হান কবিরসহ অন্য শিক্ষকরা।

অনুষ্ঠানে কমিউনিকেটর শহিদুল ইসলাম বলেন, প্রতিবছর দেশে সড়ক দুর্ঘটনায় বহু লোক মারা যায়। এদের মধ্যে ৬০ থেকে ৬৫ শতাংশ পথচারী। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই কিভাবে নিরাপদে দুর্ঘটনা এড়িয়ে সড়ক বা মহাসড়কে চলাচল করতে হয় তা জানে না। সে কারণে অকালে বহু মূল্যবান প্রাণ ঝরে যায়।

দেশের ১১টি জেলার মহাসড়ক অধ্যুষিত এলাকায় ব্র্যাকের এ কর্মসূচির আওতায় বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে রাস্তায় চলাচলের কলাকৌশল শিখানো হয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়া এলাকার বেশ কয়েকটি স্কুলও রয়েছে। আর আজ শেখোনো হলো আমাদের স্কুলের শিক্ষার্থীদের, বলেন তিনি।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।