ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ বিয়ার ও মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ বিয়ার ও মদ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকা থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।



এ সময় সোহেল নামে মাদক ব্যবসায়ীর এক সহযোগী যুবককে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক আনা নেওয়ার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।

জামতলার এমপি গলির ভেতরে সালাউদ্দিনের মালিকানাধীন ৪৬/১ নিউ চাষাঢ়া হোল্ডিংয়ের একটি চতুর্থ তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১২শ পিস বিয়ার ও ৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
 
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শহরের জামতলা এমপি গলির ভেতরে সালাউদ্দিনের মালিকানাধীন ৪৬/১ নিউ চাষাঢ়া হোল্ডিংয়ের একটি চতুর্থ তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১২শ পিস বিয়ার ও ৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, এমপি গলিতে ওই ফ্ল্যাট বাসায় থাকতো ফরহাদ ও রাহাত নামের দুই সহোদর। নতুন কোর্ট এলাকায় আজমেরী ফটোস্ট্যাট নামের একটি দোকান রয়েছে তাদের। তবে ফটোস্ট্যাট দোকানোর অন্তরালে তারা বিক্রি করতো বিদেশি মদ ও বিয়ার। মদ আনার কাজে ব্যবহার করতো একটি বিলাশবহুল প্রাইভেট কার (ঢাকামেট্রো গ-১৭-৪২৯৭)। ওই প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
 
ওসি আরও জানান, সম্প্রতি পুলিশ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।