নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফা সুলতানা লাভলীর গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী সদরে নিজ বাড়ি ফেরার পথে সৈয়দপুর উপজেলার ধলাগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নূর ইসলাম (২৮) ও হাফিজ (৩৫) নামে দুই বিএনপি কর্মীকে আটক করে পুলিশ।
আরিফা সুলতানা লাভলী বাংলানিউজকে জানান, কাজ শেষে নিজের ব্যবহৃত গাড়িতে (ঢাকা মেট্রো ক-১১-০৭৬১) করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে দুর্বৃত্তরা অতর্কিত ভাবে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে তিনি অক্ষত থাকলেও গাড়িটি ভাঙচুর করা হয়েছে বলে জানান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নাশকতার উদ্দেশে ঘটনাটি ঘটানো হয়েছে। এ ঘটনায় গাড়ি চালক মানিক হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫