কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কলেজ গেট এলাকা থেকে এক লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ রফিক ( ৫০ ) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (ফেব্রুয়ারি ০৮) রাত সাড়ে ৮টার দিকে কলেজ গেটের সামনের চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক রফিক শহরের কলাতলীর চন্দ্রিমা আবাসিক এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর থানার উপ পরিদর্শক কল্লোল চৌধুরী বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে জাল টাকা নিয়ে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হলেও তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। এ সময় রফিককে তল্লাশি করে ২১৪টি ৫০০ টাকার ও ২৩টি একহাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
রফিককে প্রধান আসামি করে তার অপর দুই সহযোগীসহ তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫