সিরাজগঞ্জ: বাবা ডাক শোনা হলো না পেট্রোল বোমায় নিহত হাসিব উদ্দিনের। অবরোধ-হরতালের নামে দুর্বৃত্তদের চালানো পেট্রোল বোমা হামলা কেড়ে নিল তিন মাসের শিশু ইসরাফিলের বাবাকে।
সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাদের পরিবারে অন্ধাকার নেমে এসেছে। সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পাঁচগাছি গ্রামের আব্দুস সাত্তারের মেজ ছেলে ট্রাকের হেলপার হাসিব। জীবিকার তাগিদে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ট্রাক নিয়ে বেরিয়ে পড়েছিলেন।
রাত সাড়ে ৮টায় তাদের ট্রাকটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বিশ্বরোড ধরে চলাকালে ট্রাকের ভিতরে দুর্বৃত্তদের ছোড়া একটা পেট্রোল বোমা এসে পড়ে।
মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় ট্রাকের মধ্যে আটকা পড়া হাসিবের শরীর। আগুনে ওই ট্রাকে থাকা মোট চারজন দগ্ধ হয়।
পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর হাসিবের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসিবের শ্বাসনালীসহ শরীরের প্রায় নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে লাশবাহী গাড়ির শব্দে পুরো গ্রামের মানুষ হাসিবের বাড়িতে জড়ো হয়।
এ সময় স্বজনদের আহাজারি দেখে উপস্থিত সবাই কাঁদতে থাকেন। তাদের চোখের পানি নাশকতাকারীদের প্রতি নীরবে ধিক্কার জানাচ্ছিল।
হাসিবের মা আর স্ত্রীর আর্তনাদে পুরো এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। হাসিবের লাশ এতোটাই পুড়ে গিয়েছিল যে তাকে চেনাই যাচ্ছিলো না।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল ইসলাম হাসিবের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান। এ সময় তিনি বলেন, কোনো বিবেকবান মানুষের পক্ষে পেট্রোলবোমা ছুড়ে এভাবে কাউকে হত্যা সম্ভব নয়। যারা এসব করছে তারা দেশ ও জাতির কলঙ্ক। এদের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫