ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ি লক্ষ্য করে ককটেল মেরে পালানোর সময় গুলিতে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছে।
সোমবার (ফেব্রুয়ারি ০৯) ভোর রাতে যাত্রবাড়ীর কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবক টহলরত গোয়েন্দা পুলিশের গাড়িকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ডাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করে।
লাশটি বর্তমানে ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫