সাভার (ঢাকা) : কারখানার ভেতরে অবৈধভাবে আন্দোলন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ঢাকার ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার ৩২ শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে ধামরাইর কালামপুর বিসিক শিল্প নগরীর ক্যামেরিনা নিট কম্পোজিট গার্মেন্টসের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাদী হয়ে ধামরাই থানায় মামলাটি করেন।
পুলিশ জানায়, কালামপুর বিসিক শিল্প নগরীর ক্যামেরিনা নিট কম্পোজিট গার্মেন্টসে দুই শতাধিক শ্রমিক বকেয়া বেতন ও নতুন বেতন কাটামোর দাবিতে গত কয়েকদিন ধরে কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলো। গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করলেও নতুন বেতন কাটামোর দাবিতে শ্রমিকরা আন্দোলন করে কারখানায় ভাঙচুর চালায়। এ ঘটনায় মালিকপক্ষ শ্রমিকদের আন্দোলন অবৈধ দাবি করে কারখানার ভেতরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে ৩২ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কারখানার ভেতরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৩২ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময় : ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫