ঢাকা: রাজধানীর ক্যান্টনম্যান্ট থানার কালশী ইসিবি চত্বর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্থানীয়দের দেওয়া সংবাদে ইসিবি চত্বর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।
ওই লাশের মাথায় গুলির চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫