মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামের ঘাটপাড়া থেকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে কুমারীডাঙ্গা ফাঁড়ির পুলিশ সদস্যরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাহাবুদ্দীন আহমেদ জানান, রাতে ঘাটপাড়ায় জুয়া খেলছিল একদল যুবক। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করে। জুয়া আইনের পাঁচ ধারায় আটক দেখিয়ে দুপুরে তাদের আদালাতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫