বরিশাল: বরিশাল সদর উপজেলার তালতলী এলাকায় অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে এ মাছ জব্দ করে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্ত সিজি স্টেশন বরিশালের একটি অপারেশন দল।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বরিশালের তালতলীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
পরে জাটকাগুলো বরিশালের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫