ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মৈত্রী ট্রেনে পেট্রোল বোমা

ঈশ্বরদীতে ১৫ জনকে আসামি করে মামলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
ঈশ্বরদীতে ১৫ জনকে আসামি করে মামলা প্রতীকী

ঈশ্বরদী: ঈশ্বরদীতে মৈত্রী ট্রেনে পেট্রোল বোমা হামলার ঘটনায় ১৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে মামলাটি রেকর্ড করা হয় বলে উল্লেখ করেন ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।

তিনি নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে বাংলানিউজকে জানান।

তিনি জানান, আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযানে নামলেও এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

এদিকে, এ ঘটনায় পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) শফিকুল ইসলামকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মো. মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।