ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতার প্রতিবাদে শিশু-কিশোরদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
সহিংসতার প্রতিবাদে শিশু-কিশোরদের মানববন্ধন ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ হত্যা ও সহিংসতা বন্ধ করতে হবে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত বিচার করতে হবে।

সংগঠনের শিশু-কিশোররাসহ মানববন্ধনে উপস্থিত ছিলেন সচিব কে এস শাহিদ উল্ল্যাহ, সাংগঠনিক  সম্পাদক মোজাহিদুল রহমান, মজিবুর রহমান, মামুন হোসেন, মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।