ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সূবর্ণচরে আগুনে ৮ প্রতিষ্ঠান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
সূবর্ণচরে আগুনে ৮ প্রতিষ্ঠান পুড়ে ছাই ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চর আমানউল্লাপুর ইউনিয়নের হালিম বাজারে অগ্নিকাণ্ডে সাব-রেজিস্ট্রার দু’টি অফিস কক্ষ ও ছয়টি দোকানসহ আটটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।



সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোরে হালিম বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান গুলো হলো-উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দু’টি কক্ষ, খলিল ট্রেডার্স, তারেক ক্রোকারিজ, জননী টেলিকম, সুমি পোল্ট্রি ফার্ম, আবুল কালাম ফার্মেসি ও কাশেম স্টোর।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর তিনটার দিকে উপজেলার হালিম বাজারে হঠাৎ করে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানে। একে একে বাজারের আটটি প্রতিষ্ঠান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন বলেন, আগেও একাধিকবার উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলায় একটি ফায়ার সার্ভিস প্রতিষ্ঠার জন্য স্থানীয় লোকজন কর্তৃপক্ষের কাছে অনেকবার দাবি জানালেও এখনো এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সূচর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।