ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে এসিড মামলায় দু’জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
সিরাজগঞ্জে এসিড মামলায় দু’জনের যাবজ্জীবন ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক নারীর ওপর এসিড হামলার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) শেখ মো. নাসিরুল হক এ রায় দেন।



দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের মৃত ওসমান গণির ছেলে নজরুল ইসলাম ও একই গ্রামের আবেদ আলী শেখের ছেলে সোহরাব আলী।

মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে ভেন্নাবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের সঙ্গে নজরুল ও সোহরাব আলীর বিরোধ ছিল। এর জের ধরে ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে আব্দুস সাত্তারের স্ত্রী জরিনা খাতুন সাংসারিক কাজে ঘর থেকে বের হন। এসময় ওই দু’জন একটি স্ট্যাম্পে জরিনার স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে তার ওপর এসিড হামলা করে পালিয়ে যান।

এ ঘটনায় জরিনার ছেলে রুহুল আমিন বাদী হয়ে নজরুল ইসলাম, সোহরাব আলী ও জহুরুল ইসলামকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় এসিড নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ১২ এপ্রিল ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।