ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
নেত্রকোনায় হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় কানু চন্দ্র তালুকদার নামে এক মুক্তিযোদ্ধাকে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। ২০০৮ সালে এ হত্যাকাণ্ড হয়।



সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নেত্রকোনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত আ. বারীর ছেলে আনোয়ার হোসেন (২৭) ও পাবই গ্রামের মৃত রহমত আলীর ছেলে বকুল মিয়া (৪৮)।

একই রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় আটপাড়া উপজেলার ইসলামপুর গ্রামের আক্কেব আলীর ছেলে আবুনীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে বকুল মিয়া পলাতক রয়েছেন।

মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম প্রদীপ বাংলানিউজকে জানান, উপজেলার বিরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা কানু চন্দ্র তালুকদারের মেয়ের সঙ্গে পাবই গ্রামের বকুল মিয়ার ছেলের বিয়ে হয়। মুক্তিযোদ্ধা কানু এ বিয়ে মেনে না নেওয়ায় দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বকুল মিয়ার লোকজন কানুকে হত্যার সুযোগ খুঁজতে থাকেন। ২০০৮ সালের ১০ মে ভোরে বকুল মিয়া সহযোগী আনোয়ারকে সঙ্গে নিয়ে সিঁদ কেটে মুক্তিযোদ্ধা কানু মিয়ার ঘরে ঢুকে কুড়াল দিয়ে কুপিয়ে কানু চন্দ্রকে হত্যা করেন।

এ ঘটনায় মৃতের ছেলে কাঞ্চন চন্দ্র বাদী হয়ে ওইদিনই মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরই মধ্যে আসামি বকুল মিয়া গ্রেপ্তার হলে হত্যার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেয়। মামলার আসামি পক্ষে আইনজীবী ছিলেন জসীম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫/আপডেট: ১৫৩৮

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।