মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীর ঠাকুরেরহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুম ইকবাল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয় থেকে সে বিজ্ঞান বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
মাসুমের বাবা আবুল বাশার মোল্লা বাংলানিউজকে জানান, সকাল পৌনে ১১টার দিকে মাসুম মোটরসাইকেলে আলোকদিয়া বাজারের উদ্দেশে যাচ্ছিল। পথিমথ্যে ঠাকুরেরহাট এলাকায় পৌঁছালে একটি নসিমনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
স্থানীয়রা প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।
চার ভাইয়ের মধ্যে মাসুম দ্বিতীয়। প্রাথমিক ও জেএসসিতে মেধাভিত্তিক বৃত্তি পাওয়া মেধাবী ছাত্র মাসুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫