ঢাকা: আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় দুটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরিত নোটিস সংশ্লিষ্টদের ঠিকানায় পাঠানো হয়।
নোটিসে তাদের ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি যাদের তলব করা হয়েছে, তারা হলেন-ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি শান্তনু সাহা, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট কামাল পাশা এবং আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স মুশতাক আহমেদ।
এদের মধ্যে শান্তনু সাহকে দুপুর সাড়ে ১২টায়, কামাল পাশাকে সকাল ১১টায় এবং মুশতাককে এদিন সকাল সাড়ে নয়টায় দুদকে হাজির হতে বলা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের এমডি ইনামুর রহমানকে এবং সকাল ১০টায় মাসকুর আহমেদকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এ সব ঋণ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে আনন্দ শিপইয়ার্ডকে অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে বলে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে।
অভিযোগ অনুসন্ধানে দুদক আনন্দ শিপইয়ার্ড এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫