ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পেট্রোল বোমায় নিহত শহীদুলের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
পেট্রোল বোমায় নিহত শহীদুলের দাফন সম্পন্ন

রাজশাহী: রাজশাহীতে পেট্রোলবোমায় দগ্ধ হয়ে নিহত ট্রাক হেলপার শহীদুল ইসলামের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পবা উপজেলার মোল্লার ডাইংপাড়া আমবাগানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।



জানাজায় অংশ নিয়ে বিএনপি-জামায়াতের চলমান সহিংসতা প্রতিরোধের শপথ করেন প্রায় দেড় হাজার মানুষ। জানাজা শেষে মোল্লার ডাইংপাড়া গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

জানাজায় উপস্থিত হয়ে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘আজ এক শহীদুলের জানাজা হচ্ছে। এমন সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে আগামীতে আরও অনেক শহীদুলের জানাজা আমাদের পড়তে হবে। এমন সহিংসতা আমরা চাই কি না- প্রশ্ন রাখতেই উপস্থিত হাজারও মানুষ সহিংসতা রুখে দিতে শপথ নেন। ’

গত ২ ফেব্রুয়ারি রাতে মহানগরীর মোল্লাপাড়া এলাকায় লিলি সিনেমা হলের সামনে অবরোধকারীদের নিক্ষেপ করা পেট্রোলবোমায় দগ্ধ হন ট্রাকের হেলপার শহীদুল ইসলাম বিশু। ৯ ফেব্রুয়ারি বিকেলে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।