ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে ২ পেট্রোল বোমা ও পেট্রোল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
শিবচরে ২ পেট্রোল বোমা ও পেট্রোল উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট সংলগ্ন বাখরেরকান্দি এলাকা থেকে দু’টি পেট্রোল বোমা ও দুই বোতল পেট্রোল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
এদিকে, নাশকতাকারীদের ধরিয়ে দিলে মাদারীপুর পুলিশ সুপার ও শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

জানা যায়, মঙ্গলবার ভোরে কাওড়াকান্দি ঘাট সংলগ্ন জেলার শিবচরের বাখরেরকান্দি এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দু’টি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। খবর পেয়ে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) সমীর কুমার, শাজাহান মিয়ার নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের পাশে একটি কলাবাগান থেকে দু’টি পেট্রোল ও দুই বোতলে তিন লিটার পেট্রোল উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সাত্তার বলেন, ঢাকা-খুলনা মহাসড়ক ও কাওড়াকান্দি ঘাটে পুলিশ কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে। এ কারণে দুর্বৃত্তরা নাশকতা চালানোর আগেই পেট্রোল বোমা ও পেট্রোল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রীয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।