ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ডুবে যাওয়ার চারদিন পর শীতলক্ষ্যায় ভাসলো দু’শিশুর লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ডুবে যাওয়ার চারদিন পর শীতলক্ষ্যায় ভাসলো দু’শিশুর লাশ

নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার চারদিন পর ভেসে উঠেছে দুই শিশুর লাশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কয়েক ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সৈয়দপুর এলাকায় নদীতে এই শিশুর লাশ ভেসে উঠে।



উদ্ধার হওয়া নিহত দুই শিশু হলো- কুমিল্লা মেঘনা থানার বড়কান্দা গ্রামের দুলাল মিয়ার ছেলে ফাহিম (০৪) এবং একই এলাকার তারেকের মেয়ে সুমাইয়া (০৮)।
 
নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের দুটি দল নদীতে তল্লাশি চালিয়েছে।

মঙ্গলবার সকালে ও দুপুরে ওই দুই শিশুর লাশ পৃথকভাবে ভেসে উঠে। পরে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
 
এর আগে বন্দর উপজেলার চৌধুরীবাড়ী এলাকার দরগাহ থেকে মিলাদ শেষে শনিবার সকালে কুমিল্লার মেঘনার উদ্দেশে যাত্রা করে একটি ট্রলার।

মদনগঞ্জ এলাকায় খেয়া ঘাটে নারায়ণগঞ্জমুখী একটি কার্গো যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়।

ট্রলারটি ডুবে গেলে সব যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ থাকে এই দুশিশু।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।