ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা ও ছুরিসহ চার ডাকাতকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতির জন্য ব্যবহৃত চারটি ছুরিও উদ্ধার করা হয়।
এছাড়া ডাকাতি করা ১৫ লাখ টাকাও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
আটক হওয়া ডাকাতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান মাসুদুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫